কোভিড-19 : গুজব এবং সত্যতা
By Samik Mukhopadhyay (তথ্য সহায়তা: Projjwal Ganguly) বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা কথা খুব দৃঢ়তার সাথে বলা যায়। সেটা হলো আর যাই হোক, আমাদের চারপাশে তথ্যের কোনো অভাব তো নেইই, বরং যেন তথ্যের বিস্ফোরণ ঘটছে। আর এই তথ্যের একটা বড় অংশ ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। হোয়াটসঅ্যাপের ফরোয়ার্ডেড মেসেজই হোক, বা ফেসবুকের ভাইরাল পোস্ট -- হাজার হাজার তথ্য আসছে আমাদের কাছে। কিন্তু দুঃখের বিষয় এই সমস্ত তথ্যের একটা বড় অংশ ভুল, ভিত্তিহীন এবং আমাদের সবার জন্য ক্ষতিকারক। কোভিড-19 নিয়েও চারপাশে হাজারো ভুল তথ্য ছড়িয়ে রয়েছে। বিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা দায়বদ্ধ সমাজের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে। নিচে রইল কোভিড-19 রোগ সম্পর্কে কয়েকটি সঠিক তথ্য : • সবরকম বয়সের , সবরকম মানুষই কোভিডে আক্রান্ত হতে পারেন। • কোভিড হলে অ্যান্টিবায়োটিক খেলে সারে না। কারণ অ্যান্টিবায়োটিক হলো ব্যাকটেরিয়ার জন্য । কিন্তু কোভিড ছড়ায় ভাইরাসের কারণে। তবে কিছু ক্ষেত্রে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন কারণ সেই সময় কোভিডের পাশাপাশি অন্য ব্যাকটেরিয়ার সংক্রমণও হওয়ার সম্ভাবনা বেশি। • সার্জিক্যাল মাস্ক পরার কারণে শরীরে...